আল্লাহ সর্বশক্তিমান ।


Friday, October 27, 2017

সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে

সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে
Add caption
ফ্রী টিপসের পক্ষ থেকে আমি মোঃ হাফিজ,
সকল মমুসলিম ভাইদের আন্তরিক সালাম  অ অমুসলিম ভাইদের ভাইদের আমার আন্তরিক অভিনদন জানিয়ে আজ আমি সুরু করছি
সার্চ ইঞ্জিন অপ্টীমাইজিসন  seo ২য় পর্ব
আজ আপনাদের সামনে নিয়ে এলাম আজকের পর্ব
আমাদের প্রথম পরবো ছিলো সার্চ ইঞ্জিন কি 

সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে

গত পরবে আমরা জেনেছি এসিও  কি এবং সার্চ ইঞ্জিন সম্পর্কে আমরা কিছু ধারনা নিয়েছি
আজকের পরবে আমরা জানবো সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে
গত পরবে আমরা জেনেছি গুগল মানে সার্চ ইঞ্জিন দিয়ে সার্চ করে আমরা কিছু তথ্য খুজে বের করেছি যেমন ঢাকা ভারছিটি সার্চ করে ঢাকা ভারছিটির তথ্য পেয়েছি
এইজে যে আমরা সার্চ দিলাম আর এটা চলে আস্লো এটা কিভাবে আসলো এইসারচ ইঞ্জিন কিভাবে কাজ করে ,এসিও সেখার আগে এটা আমাদের সেখা অত্তান্ত প্রয়োজন ,কারন আমরা এসিও করবো সার্চ ইঞ্জিন নিয়ে তাহলে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে তাই যদি না জনি তাহলে আমরা এসিও করতে পারবোনা
এবার বগর বগর বন্ধ করে কাজে আসি ,
সার্চ ইঞ্জিন হলো বিভিন্ন ক্রউলার বা স্পাইডার পাঠানোর মাদ্ধোমে অলাইনের অনুমদিত প্রায় সকল জায়গা থেকে তথ্য সংগ্রহ করে নিজের কাছে একটা ডাটাবেজে রেখে দেয়
অর্থ  হচ্ছে  আমরা যে গত পরবে বললাম যে সার্চ ইঞ্জিনে কনোকিছু লিখে সার্চ করলে সব ইন্টারনেট ঘেটে আমাদের সামনে এনে দেয় এটাত তার কাছে থাকতে হয় না থাকলে সে কথা থেকে এনে দেবে
যেমন আমি একজন লাইব্রেরিয়ান যখন কেউ এসে কোন বই খুজে আমার কাজ তাকে সেই বইটি খুজে বের করে দেয়া এখন আমার কাছেই যদি তথ্যটি না থাকে যে লাইব্ররেরির কথায় কি আছে তাহলে আমি কিভাবে তাকে বইটি দেবো
ঠিক তেমন সার্চ ইঞ্জিনের কাছে টোটাল ওয়ার্ল্ডের জত ওয়েবসাইট আছে সকল তথ্য তার কাছে আছে
যখন কেউ তাকে বলে যে আমাকে এঈ তথ্যটি দাউ তখন সে কিকরে তার কাছে যে তথ্য জমা আছে সেগুলো খুব দ্রুত দেখে যে তথটা কথায় আছে তখন তথ্যটি এনে জিনি তথ্য চাচ্ছে তাকে দেয়
এই কাজ গুল করে সার্চ ইঞ্জিনের ক্রউলার বা স্পাইডার মানে হচ্ছে অটোমেটিক সফটয়ার বা বরদ বলা হয় জারা সব সময় বিভিন্নো সাইট ঘুরতে থাকে এবং ডাটা সংগ্রহ করতে থাকে
একটা কথা জেনে রাখুন আমি আগেই বলেছি যে অনুমোদিত প্রায় সকল সাইট থেকে
মানে ক্রউলার বা স্পাইডার যে সাইট থেকে ডাটা সংগ্রহ করবে সেই সাইটের অনুমতি থাকতে হবে / যেমন আমি একটি পারছনাল ব্লগ তৈরি করলাম বিভিন্নো আর্টিকেল লিখে রাখার জন্য
ক্রাউলার যদি এগুলো অটোমেটিক নিয়ে নেয় এবং সার্চ ইঞ্জিনে দেখাতে থাকে তাহলে আমার যে পারছলান আর্টিকেল এগুলো তো  সবাই পেয়ে যাবে ,আসলে এরকম কিন্তু কখনোই হয় না ,আমি এগুলো নিয়ন্ত্রন করতে পারব ।যে আমি যদি সার্চ ইঞ্জিন কে অনুমতি দেই তবেই সে আমার তথ্য দেখাতে পারবে । এটা কিভাবে করতে হয় সেটা আমরা সামনে দেখবো ।
তো সার্চ ইঞ্জিন কি করে সমগ্র ওয়ল্ড ঘুরে সম্পূর্ণ ডাটা সাজিয়ে গুছিয়ে ছিরিয়াল ভাবে এক্টির পর একটি ধারাবাহিক ভাবে গুছিয়ে রাখে । এরপর যখন কোন ভিসিটর বা বেবহার কারি ভিসিটর মানে বেবহারকারি গুগল্কে যে ব্যাবহার করবে বা সার্চ ইঞ্জিন কে ব্যাবহার করবে ।যেমন আমি যখন অই সার্চ ইঞ্জিনে সার্চ দেই তখন আমি হলাম সার্চ ইঞ্জিনের ব্যাবহার কারি বা একজন ভিসিটর ।
যখন কনো ভিসিটর সার্চ ইঞ্জিনে কনোকছু লিখে সার্চ করে তখন সার্চ ইঞ্জিন অই তথ্যর সাথে মিল রেখে কিছু বিশ্বাসজজ্ঞ অওবসাইট এনে ভিসিটরের সামনে দেয় ।যেমন আমি যদি সার্চ করি যে আমি একটা লেপ্টপ কন্তে চাচ্ছি বাংলাদেশ থেকে ।তখন সার্চ ইঞ্জিন কি করবে দেখবে বাংলাদেসের জতো ওয়েবসাইট আছে জারা লেপ্টপ বিক্রি করে বা কাছা কাছি বিশ্বাসজজ্ঞ সাইট এনে দেবে আবার এমন হবে না যে ঢাকা  লিখলে ইউএস আসবে ।
কোন তথ্য লিখে সার্চ করলে যে ডাটা আসবে এটাকে বলে সার্চ পেইজ বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজ এটাকে সংখেপে বলা হয় SERP ।আমরা সামনে এই পেইজকে শার্প হিসেবেই বলবো যখন বলব শার্প তখন বুজে নেবেন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজ
মানে সার্চ করার পর জাটা আসে সেইটা
শার্প নিয়ে আগামি পরবে লিখবো
আশাকরি সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এটা বুজতে পেরেছেন
আমার সব লিখাই ব্রিথা যাবে যদি আপনারা কিছু বুজতে না পারেন
বুজতে পারলে আমি সফল হবো
আজকের মতো এখানেই সেস করছি আগামি পরবে দেখা হবে ।
আপনাদের কাছে আমার অনুরধ প্লিজ
যদি ভালো লাগে জানান
যদি খারাপ লাগে তাও জানান আপনাদের মটামতের অপেক্ষায় রয়লাম

0 comments:

Post a Comment

Dear Visitor
For coming to this site
Thank you